হাছান মাহমুদ একজন শিক্ষিত মিথ্যাবাদী: রিজভী

নিউজ ডেস্ক.



আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ একজন শিক্ষিত মিথ্যাবাদী বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাঈদ হাসান মিন্টু মুক্তি পরিষদ’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদ হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন রিজভী।

রিজভী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পিত। পুলিশ ও হাছান মাহমুদের বক্তব্যে সেটিই প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি তা বাস্তবায়ন করেছেন।

আওয়ামী লীগ নেতাদের পেশাগত মিথ্যাবাদী আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘সরকারের লোকেরা চোখে পট্টি লাগিয়ে কথা বলে, তারা ডাহা মিথ্যাকে সত্য বানিয়ে ফেলে আবার ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে ফেলে। তাদের মধ্যে হাছান মাহমুদ একজন শিক্ষিত মিথ্যাবাদী। এখন আর কেউ তাদের কথা বিশ্বাস করে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক সাঈদ হাসান মিন্টুর মুক্তি দাবিতে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ