রাষ্ট্রপতির গাড়ি আটকে অ্যাম্বুলেন্স যেতে দিল পুলিশ

নিউজ ডেস্ক.



রৌদ্র, ঝড়, বৃষ্টিতে দাঁড়িয়ে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করলেও ট্রাফিক পুলিশের ভাগ্যে সবসময়ই জোটে কটাক্ষ বা অভিযোগ। যেকোনো পথ দুর্ঘটনা ঘটলেই প্রশ্ন ওঠে সেখানে কর্মরত ট্রাফিক পুলিশের ওপর। তবে ভারতের বেঙ্গালুরুর এক সাব-ইন্সপেক্টর যা করেছেন, তাতে জিতে নিয়েছেন সকলের মন৷

সাধারণত, সিনেমায় আমরা দেখি- নেতামন্ত্রীর গাড়ি আটকে সাধারণের সুবিধা করে মন জয় করেন নায়কেরা। বাস্তবে হয় ঠিক তার উল্টো। রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী রাস্তায় বেরোলেই জনসাধারণের চলাচল বন্ধ করে দেন পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে থাকতে অতীষ্ট হয়ে উঠলেও কিছু করার থাকে না সাধারণ মানুষের।

তবে সাব-ইন্সপেক্টর এম এল নিজানিগাপ্পা এক অনন্য নজির গড়েছেন। কোনো মন্ত্রী বা আমলা নন, তিনি পথ আটকেছেন খোদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। পথ করে দিয়েছেন মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের। শনিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ট্রিনিটি সার্কেলে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, গ্রিন মেট্রো লাইনের উদ্বোধন করতে বেঙ্গালুরু গিয়েছিলেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিল তার গাড়ি বহর। তখন নিজানিগাপ্পা ছিলেন দায়িত্বে৷ তিনি দেখতে পান প্রেসিডেন্টের গাড়ি বহরের পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পথ খুঁজে পাচ্ছিল না৷ সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের গাড়ি আটকে অ্যাম্বুলেন্সকে যাওয়ার জায়গা করে দেন তিনি।

টুইটারে এম এল নিজানিগাপ্পাকে বাহবা জানান বেঙ্গালুরু সিটি ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এ ঘটনা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ