আরো ২ বছর মেয়াদ বাড়ল দ্রাবিড়ের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    ভারতীয় অনূর্ধ্ব ১৯ ও ভারতীয় ‘এ’ দলের কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়ালো বিসিসিআই৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, শচিন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি দ্রাবিড়কেই আবারো বেছে নিয়েছেন৷মার্চেই কোচের পদে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল৷এবার অবশ্য ‘দি ওয়াল’-কে দু’বছরের জন্য জুনিয়র দলের কোচের ভূমিকায় দেখা যাবে৷

    চ্যাম্পিয়ন্স ট্রফির পরই বিরাটদের হেড কোচের পদে অনিল কুম্বলের মেয়াদ শেষ৷যদিও মেয়াদ শেষের পরও বিরাটদের ক্যারিবিয়ান সফরে কুম্বলেকেই বহাল রেখেছে বিসিসিআই৷কুম্বলের মেয়াদ শেষের আগেই বোর্ড অবশ্য নতুন কোচ বাছাইয়ের কাজে তৎপর হয়ে ওঠে৷২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্রাবিড়কেই সিনিয়র দলের কোচের পদে আনার জল্পনা তৈরী হয়৷যদিও সৌরভ-শচিনের কমিটি জুনিয়র দলের কোচের দায়িত্বে দ্রাবিড়ের মেয়াদ দু’বছর বাড়ানোয় সিনিয়র দলের কোচ হওয়ার সম্ভবনা শেষ হয়ে গেল৷

    দ্রাবিড়ের কোচিংয়েই ১৯-২০ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল৷এরপর ২৩ থেকে ২৬ জুলাই ও ৩১জুলাই থেকে ৩ অগাষ্ট পর্যন্ত দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারত৷

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ