Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক ও শেরপুর ধুনটের একমাত্র রাস্তা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার নয়মাইল এলাকা থেকে শুরু করে চান্দাইকোনা বগুড়ার বাজার পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার মহাসড়ের বেহাল অবস্থা। রাস্তার মাঝখানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ী চলাচল করছে ধিরে ধিরে। প্রতিনিয়তই যানজট ও ছোট খাটো দূর্ঘটনা লেগেই থাকে। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীসহ জনসাধরনকে। অপরদিকে শেরপুর ধুনট রাস্তাও যেন মরণপফাঁদে পরিনত হয়েছে। উপজেলার রণবীরবালা, শুভগাছা, কাফুড়া, হুসনাবাদ, শালফা, শুবলী ও চৌবাড়িয়া এলাকার সড়কের বেহাল অবস্থার মধ্যেই চলাচল করছে ৪ উপজেলার লক্ষাধিক জনগন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শেরপুর থেকে ধুনট চলাচলের একমাত্র রাস্তা মরণ ফাঁদে পরিনত হয়েছে। রণবীরবালা, হুসনাবাদ, শুবলী, শালফা ও চৌবাড়িয়া এলাকার প্রায় ৫ কিলোমিটার রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে চলাচলের একেবারে অনুপযোগী । অতিরিক্ত খানাখন্দের কারণে কাদাপানি লেগেই থাকে সঙ্গে তো রয়েছে প্রতিনিয়তই ছোট খাটো দূর্ঘটনা। দীর্ঘদিন যাবৎ রাস্তাটির এমন বেহাল অবস্থার ফলে সারিয়াকান্দি, ধুনট, শেরপুর ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লক্ষাধিক জনগনের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যেখানে শেরপুর থেকে ধুনট যেতে সময় লাগে ১৫ মিনিট এখন ১ ঘন্টা সময়েও যাওয়া সম্ভব হয় না। ভারি যানবাহনগুলো কিছুটা কম দুর্ভোগ পোহালেও ছোট তিন চাকার গাড়ি সিএনজি, রিক্সা, ভ্যান বা মোটরসাইকেল আরোহীদের ভোগান্তি চরমে। রাস্তাটির মাঝে মাঝে গভীর গর্তের ভিতর নামমাত্র একটু পিচ ঢাললেও, কয়েকদিন পর আবার তা উঠে গিয়েছে।
এমতাবস্থায় প্রতিদিন ঝুকিপূর্ণভাবে লক্ষ লক্ষ জনগন ও কয়েক হাজার যানবাহন চলাচল করছে। অন্যদিকে এমন বেহাল রাস্তায় চলতে গিয়ে প্রতিদিনই নানা দূর্ঘটনা ঘটলেও এ ব্যাপারে নজর নেই সড়ক ও জনপদ বিভাগের। রাস্তাটি অনতিবিলম্বে মেরামত করার জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। এ ব্যাপারে সড়ক ও জনপদের শেরপুর অঞ্চলের দ্বায়িত্বরত কর্মকর্তা রুহুল আজম সাথে যোগাযো করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।