উইনেবল ক্যান্ডিডেট’ না হলে মনোনয়ন নয়: কাদের


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    আওয়ামী লীগের যেসব প্রার্থী বিভিন্ন সংস্থার জরিপে গ্রহণযোগ্য হবে না, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সামনে নির্বাচন। ৩০০ আসনে মনোনয়ন দিতে হবে। বিভিন্ন সংস্থার জরিপে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না, উইনেবল ক্যান্ডিডেট হবেন না- তারা মনোনয়ন পাবেন না।

    তবে কোনো ধরনের সংস্থার জরিপ আমলে নেওয়া হবে তা পরিষ্কার করে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা উইনেবল ক্যান্ডিডেট হবেন তারা মনোনয়ন পাবেন। যারা নেতার জন্য যোগ্য, যার জনপ্রিয়তা আছে- তারাই মনোনয়ন পাবেন।’

    ইফতার সামনে নিয়ে খালেদা জিয়া বিদ্বেষপ্রসূত মিথ্যাচার করছেন বলেও এ সময় অভিযোগ করেন ওবায়দুল কাদের।

    যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবলীগের প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবু।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ