ফের সুযোগের অপেক্ষায় এনামুল বিজয়


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    সর্বশেষ ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন এনামুল হক বিজয়। সিরিজের প্রথম ম্যাচে তামিমের সঙ্গে ভুল বুঝাবুঝিতে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় তাকে। দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ে ৪৭ রান করেছিলেন বিজয়, তবে স্লো ইনিংসের কারণে সমলোচিত হতে হয়েছে তাকে।

    জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরে ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টিতে ডাক পাননি এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে স্ট্রাইক রোটেটের সমস্যাটা আগেই ছিল বিজয়ের। তবে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন বিজয়। বর্তমানে ব্যাট হাতে ফর্ম নেই ওপেনার সৌম্য ও সাব্বিরের। তাদের বদলি হিসেবে প্রিমিয়ার লিগগুলোতে রানের পরিসংখ্যায় এগিয়ে রয়েছেন এনামুল হক বিজয়ই। তাই সুযোগ পেলে আবারো লাল-সবুজের জার্সি গায়ে মাখাতে চান এই ওপেনার।

    এনামুল বলেন, ‘প্রিমিয়ার লিগে বাড়তি রান করার যে অভ্যাসটা, ঐটাই আন্তর্জাতিক ক্রিকেটে কাজে দেয়। আমার কাছে মনে হয় বাড়তি রান করার যে অভ্যাসটা ছিলো, সেটা ধারাবাহিকভাবে করতে পেরেছি। নিজের সমস্যাগুলো নিয়ে কাজ করেছি, যেমনকি স্পিনে স্ট্রাইক রোটেট করে খেলাটা, পেসারদের বিপক্ষে স্ট্রাইক রোটেট করা খেলাটা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’

    বর্তমানে হাই পারফরম্যান্স দলের সঙ্গে রয়েছেন এই ওপেনিং উইকেটকিপার ব্যাটসম্যান। ঈদের ছুটি শেষেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দলের সঙ্গে উড়াল দিবেন বিজয়। অস্ট্রেলিয়ার কয়েকটি স্থানীয় দলের সঙ্গে একটি সিরিজ খেলবে হাই পারফরম্যান্স দল। সেখানে নিজেকে প্রমাণ করে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুতি নিতে চান এনামুল।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ