আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়ার ধুনট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে। এ ঘটনায় অন্তত আহত ২৫জন আহত হয়েছে। বুধবার বিকেল ৩টায় ধুনট-গোসাইবাড়ী সড়কের বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ধুনট বাজার থেকে জেএস এন্টারপ্রাইজ (বগুড়া-ব ২৭০) নামের একটি যাত্রীবাহী বাস গোসাইবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। বড়বিলা এলাকায় পৌছুলে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশ্চিম পাশে খাদে উল্টে যায়। এ ঘটনায় জোড়খালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে নান্নু মন্ডল (৪০), নাটাবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুস সাত্তার (৪২), মাঠপাড়া গ্রামের সেজাব আকন্দের ছেলে আব্দুল খালেক (৪৫), চরকাদহ গ্রামের ওসমান আলীর ছেলে বুদা মিয়া (৭০), বড়বিলা গ্রামের ফজলার রহমানের স্ত্রী ছানোয়ারা খাতুন ও ছেলে সাব্বির রহমান (৮)সহ প্রায় ২৫জন আহত হয়েছে।
আহত বুদা মিয়া জানান, হরিনাথপুর বাজার থেকে গজারিয়া গ্রামের নাতী জামাই বাড়ী যাওয়ার জন্য তিনি ওই বাসে ওঠেন। দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে অন্তত প্রায় ৩৫জন যাত্রী ছিল। বাস দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক, ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীকে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে অধিকাংশ আহত ব্যক্তিরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ দুর্ঘটনায় কেউ মারা যায়নি।

