Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসাইনের সফর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার মিরপুরের ডেলটা হাসপাতালে বিশেষজ্ঞ সার্জনের অধীনে অস্ত্রোপচার হয় রুবেলের। খেলায় ফিরতে ৪-৬ সপ্তাহ লাগতে পারে। তবে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না কবে মাঠে ফিরবেন তিনি।
বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন রুবেল হোসেন। ঠিক এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসব দেবাশীষ চৌধুরী। মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর বড় বিপদ হতে পারতো। ও আগে জানিয়ে আমাদের ভাল করেছে। যা হোক এ যাত্রায় বেঁচে গেছে। আমরা দেশের শীর্ষ সার্জনদের সঙ্গে কথা বলি। তারাও অপারেশনের পক্ষে মত দেন। সে অনুযায়ী বুধবার অপারেশন সম্পন্ন হয়।
তিনি বলেন, সার্জনের সঙ্গে কথা হয়েছে। অপারেশনের পর সন্তোষ প্রকাশ করেছেন। আগামীকাল আরেকবার এক্সরের মাধ্যমে চেক করে দেখা হবে ফ্র্যাকচার সেগমেন্ট ঠিক জায়গায় আছে কিনা। ঠিক থাকলে কালই রুবেলকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে।
ইংল্যান্ডের মাটিতে বেশ দাপটই দেখিয়েছিলেন রুবেল হোসাইন। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে ৩০ ওভার করেছেন। আসর শেষে দেশে ফিরে ব্যধা অনুভব করেন রুবেল। পরে বিসিবির চিকিৎসকের সাথে দেখা করেন রুবেল। করানো হয় সিটি স্ক্যান। সেখানে দেখা যায়, চোখ আর কানের মাঝখানে হাড় সামান্য নিচে নেমে গেছে।
রিপোর্ট দেখে বিসিবির চিকিৎসক দেবাশীষচৌধুরী জানান, ‘চোটের জায়গার হাড় সামান্য নিচে নেমে গেছে। ছোট একটা অস্ত্রোপচার লাগবে। আর সেটা তাড়াতাড়িই করে ফেলা ভালো। এটা স্পোর্টস ইনজুরি নয়, এটুকু নিশ্চিত। ও বলেছে, দরজার সঙ্গে ধাক্কা লেগে নাকি ব্যথা পেয়েছে।’
রুবেল বলেন, ‘ম্যাচ শেষে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ওই সময় খুব বেশি ব্যথা অনুভব করিনি। দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি।