যাত্রীদের চাপ বাড়ছে কমলাপুর রেলস্টেশনে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    দরজায় কড়া নাড়ছে ঈদ। তাই স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদযাত্রার প্রথম দিন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে তেমন একটা ভিড় দেখা না গেলেও ছুটির আগের শেষ কর্মদিবসে যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে।

    প্রতিবছর ট্রেনে ঈদযাত্রায় যাত্রীরা নানা রকম ভোগান্তির কথা বললেও এবার বলছেন অনেকটা স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছেন তারা।

    আজ বৃহস্পতিবার ঘরমুখো যাত্রীরা বলছেন, অন্যবারের তুলনায় আজকে বেশ আরামেই ট্রেনে উঠতে পেরেছি। ট্রেনের ভেতরেও তেমন একটা ভিড় নেই। এর আগের ট্রেনগুলোও সময়মতো ছেড়ে গেছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় স্বস্তি পাওয়া যাচ্ছে।

    আগের দিন ট্রেনসূচিতে গড়বড় দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে ট্রেনগুলো নির্ধারিত সমযেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে বলে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানিয়েছেন।

    তিনি বলেন, ‘দিনের শুরু থেকে সোয়া ১১টা পর্যন্ত মোট ২৫টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। সূচি মোটামুটি ঠিকই আছে। পরের ট্রেনগুলোও নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে আশা করছি।’

    আনসার কমান্ডার ইয়ার হোসেন জানান, দিনের প্রথম ট্রেন পারাবত এক্সপ্রেস নির্ধারিত ৬টা ৩৫ মিনিটেই সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে। সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় নির্ধারিত সময় ৭টায়। এগারসিন্ধুর প্রভাতী ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশে, তিস্তা ৭টা ৩০ মিনিট দেওয়ানগঞ্জের উদ্দেশে, মহানগর প্রভাতী ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় চিলাহাটির উদ্দেশে, রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় রংপুরের পথে এবং অগ্নিবীনা এক্সপ্রেস সকাল পৌনে ১০টায় তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।

    তবে সকাল সাড়ে ৮টা কর্ণফুলী এক্সপ্রেস ১৫ মিনিট দেরিতে চট্টগ্রামের পথে রওনা হয়।

    এবার ঈদের সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। তার আগে ২ দিন শুক্র আর শনিবার থাকায় বৃহস্পতিবার অফিস শেষে ঈদযাত্রার মূল চাপ শুরু হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

    অগ্রিম টিকিটের ট্রেন ছাড়াও ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। এগুলোর মধ্যে আছে-দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই। চাঁদপুর স্পেশাল-১: চট্টগ্রাম- চাঁদপুর -চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই। চাঁদপুর স্পেশাল-২: চট্টগ্রাম- চাঁদপুর -চট্টগ্রাম, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই। রাজশাহী স্পেশাল: রাজশাহী-ঢাকা-রাজশাহী, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই। পার্বতীপুর স্পেশাল: পার্বতীপর-ঢাকা-পার্বতীপুর, ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন এবং ৩ জুলাই। সোলাকিয়া স্পেশাল-১: ভৈরববাজার-কিশোরগঞ্জ- ভৈরববাজার, পবিত্র ঈদের দিন। সোলাকিয়া স্পেশাল-২: মংমনসিংহ-কিশোরগঞ্জ-মংমনসিংহ, ঈদের দিন।

    এবার ঈদে মোট ১ হাজার ৩৩২টি কোচ দিয়ে যাত্রীসেবা দিচ্ছে রেলওয়ে। ঢাকা থেকে ৬০ হাজার এবং চট্টগ্রাম থেকে ১৫ হাজার যাত্রীসহ সারাদেশে প্রতিদিন ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে রেলওয়ের।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ