Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের ঈদ স্পেশাল সার্ভিস আজ বৃহস্পতিবার ২২ জুন শুরু হবে। বুধবার বিআরটিসির এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের মতো এ বছরও বিআরটিসি ঘরমুখী মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীকাল ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করেছে।
২০ জুন থেকে ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (ফুলবাড়িয়াস্থ সিবিএস-২) হতে বিআরটিসির অগ্রিম টিকিটের ব্যবস্থা চালু হয়েছে।
যাত্রী সাধারণকে বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।