Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
যতই ঈদ ঘনিয়ে আসছে ততই ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের দুই পাশেইতীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তিতে পেড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড ও থানা বাসস্ট্যান্ড থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি থেকে আমিনবাজার পর্যন্ত যানজট দেখা দিয়েছে। যানজটের কারণে বাসযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। সেই সাথে বৃষ্টির কারণে মহাসড়কের কোথাও কোথাও খানা খন্দের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে সকাল থেকেই বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে দীর্ঘ গাড়ির লাইন দেখা গেছে।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্য (টিআই ) আবুল হোসেন বলেন যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।