পৃথিবীর সবচেয়ে বিপন্ন ‘বাংলা শকুন’ পাওয়া গেল শ্রীমঙ্গলে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতির বাংলা শকুন পাওয়া গেল শ্রীমঙ্গলে। গতকাল বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় এ শকুনটিকে উদ্বার করে আনে শ্রীমঙ্গল বন্যপ্রানী বিভাগ। শ্রীমঙ্গল বন্যপ্রানী বিভাগ সুত্র জানায়, শান্তিবাগ এলাকার একটি মাঠে শকুনটিকে পড়ে থাকতে দেখে এটির সাথে খেলা জুড়ে দেয় স্থানীয় কিছু শিশু-কিশোর। এক পর্যায়ে তারা শকুনটিকে গাছের সাথে দড়ি দিয়ে বেধে রাখে।

    খবর পেয়ে শ্রীমঙ্গল বন্যপ্রানী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ অসুস্হ শকুনটিকে উদ্বার করে বন্যপ্রানী অফিসে নিয়ে এসে গ্লুকোজ, স্যালাইন ও পানি ইত্যাদি দেয়ার পর শকুনটির শারিরিক অবস্হার কিছুটা উন্নতি হয়। পরে শকুনটিকে মুরগীর মাংস খেতে দেয়া হয়। স্থানীয় বন্যপ্রানী বিভাগের সহকারি বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, সন্ধায় এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে শকুনটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে। তিনি আরো জানান, এটি বাংলা শকুন। বর্তমানে পৃথিবীতে এটি সবচেয়ে বিপন্ন প্রজাতির শকুন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ