চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক.



চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহসড়কের নিগার সিদ্দিকী কলেজের কাছে ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবু মিয়া (৪০) নামে ভ্যানটির চালক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কালিদাসপুর গ্রামের আবু তালেবের ছেলে।

স্থানীয় লোকজন জানান, বুধবার রাতে বাবু মিয়া চুয়াডাঙ্গা শহর থেকে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বাবু মিয়া মারা যান।

আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানান, ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ