Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ঠাকুরগাঁও প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে লতিফুর নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ ওই গরু ব্যবসায়ীকে পরে ভারতীয় সীমান্ত ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।
বৃহস্পতিবার ভোররাতে অবৈধভাবে ভারতীয় সীমান্তে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি।
আহত গরু ব্যবসায়ী লতিফুর বালিয়াডাঙ্গীর পশ্চিম হরিণমারী এলাকার আলিম উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে অবৈধভাবে লতিফুর রহমান গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সোনামতি ক্যাস্পের জোয়ানরা লতিফুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় লতিফুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফের সদস্যরা লতিফুরকে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার গুলিবিদ্ধ হয়ে আহতের কথা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ লতিফুরকে দেশে আনার জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।