ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মুক্ত রাখার দাবি তথ্যমন্ত্রীর


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    ব্যাংক আমানতে ৫লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মুক্ত রাখার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে ভ্যাট আইন আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন না করারও আহ্বান জানান তিনি।

    আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এই প্রস্তাব করেন।

    তিনি বলেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক পূর্বের অবস্থা বহাল না করে ৫ লাখ টাকা পর্যন্ত শুল্ক মুক্ত করা হোক। এতে মধ্য ও নিম্নবিত্তের মুখে হাসি অব্যাহত থাকবে।

    তথ্যমন্ত্রী বলেন, ভ্যাট নিয়ে ঢালাওভাবে যে বক্তব্য দেয়া হচ্ছে, তিনি তার সঙ্গে একমত নন। তবে তিনি ব্যক্তিগতভাবে ভ্যাট পদ্ধতি পছন্দ করেন না। কারণ, এটি ধনি আর গরিবকে এক পাল্লায় মাপে। এ জন্য ভ্যাট পদ্ধতি বাদ দিয়ে ‘গুডস অ্যান্ড সেলস ট্যাক্স’-এর ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেন হাসানুল হক ইনু।

    তথ্যমন্ত্রী বলেন, রাজস্ব খাতকে ভ্যাটের ওপর নির্ভরশীল করে রাখাটাই অর্থনীতির জন্য বড় দুর্বলতা। এই দুর্বলতা কাটিয়ে তুলতে হবে। এটা কাটিয়ে তুলতে হলে করপোরেট করের বিষয়টি বিবেচনা করে করপোরেট করের নতুন আইন করতে হবে। প্রগতিশীল আয়কর নীতি জোরালোভাবে চালু করতে হবে। ডিজিটাল পদ্ধতি চালু করতে হবে। এতে করের চুরি ও ফাঁকি ধরা পড়বে।

    তথ্যমন্ত্রী সংবাদপত্রের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি করে বলেন, গত কয়েক বছরে গণমাধ্যমের যে বিকাশ হয়েছে, এই ভ্যাট তাতে ধাক্কা দেবে। এই শিল্প হোঁচট খাবে।

    ইনু বলেন, যারা ভ্যাট আইনের সমালোচনা করছেন, তাদের মনে রাখতে হবে এখানে অনেক ছাড় দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় শত শত পণ্য ভ্যাটমুক্ত করা হয়েছে।

    বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়ে জাতীয় সংসদে তথ্যমন্ত্রী বলেন, দেশে সুশাসন দরকার। সুশাসন থাকলে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়বে। আর ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়লে দেশের অর্থনীতি আরেক ধাপ এগিয়ে যাবে। অর্থনীতিকে আরেক ধাপ এগোতে হলে দরকার হবে সুশাসন। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ সুশাসন নিশ্চিত করবেন। এটা দুর্নীতি কমাবে, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।

    অর্থমন্ত্রীর সমালোচনাকারীদের সমালোচনা করে ইনু বলেন, এক মুখে বলবেন চমৎকার, সফল আর শক্তিশালী অর্থনীতি; আরেক মুখে বলবেন ব্যর্থ অর্থমন্ত্রী, এটা যায় না। দেশের অর্থনীতি সফল, আমাদের অর্থমন্ত্রীও সফল। আর অর্থনীতি সফল হলে আমাদের প্রধানমন্ত্রীও যোগ্য ও সফল প্রধানমন্ত্রী।

    বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে সুশাসন দরকার। সুশাসন থাকলে ব্যক্তি খাতে বিনিয়োগ বেড়ে যেত। আর ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়লে দেশের অর্থনীতি আরেক ধাপ এগিয়ে যাবে।

    ইনু বলেন, ব্যাংকে লুটপাট অব্যাহত আছে। দুর্নীতির সিন্ডিকেট সক্রিয় রয়েছে। আমরা যেখানে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি, সেখানে দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে হবে। ব্যাংকের টাকা আত্মসাৎকারীরা জামিনে মুক্ত পেয়ে ভি-চিহ্ন দেখিয়ে বেরিয়ে আসে, তা বন্ধ করতে হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ