নিউজ ডেস্ক.

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাদশা শিকদার ও তার ছেলে শাহীন শিকদারের (১৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে জেলার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আজগড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অপূর্ব মল্লিক জানান, আগে থেকেই টিনের ঘর বিদ্যুতায়িত হয়েছিলো। ঘরের সঙ্গে গুনোর তারে ভিজা কাপড় শুকাতে দেওয়া ছিলো। বিকেলে কাপড়গুলো আনতে গেলে ছেলে শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় শাহীনকে উদ্ধার করতে গেলে বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

