পর্দায় নরেন্দ্র মোদী হবেন অক্ষয় কুমার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ছবি তৈরি হতে চলেছে। আর পর্দায় নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে। এমনই জল্পনা চলছে ওয়েব দুনিয়ায়।

    শোনা যাচ্ছিল, মোদীর চরিত্র প্রথমে পরেশ রাওয়ালের করার কথা ছিল৷ তবে শোনা যাচ্ছে, এবার এই বাওপিকে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার৷

    প্রযোজক থেকে পরিচালকের দাবি চরিত্রটি খুব ভালোভাবে ফুঁটিয়ে তুলতে পারবেন অক্ষয় কুমার৷ অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’ রিলিজ হচ্ছে আগামী ১১ আগস্ট। ছবির ট্রেলার দেখে বাহবা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বলেছেন, স্বচ্ছ ভারত-এর প্রচারে একটা দারুণ প্রয়াস এই ছবি। সুতরাং অক্ষয় কুমার মোদীজির বেশ কাছেরই একজন।

    ফলে পরেশ রাওয়াল, অনুপম খের, ভিক্টর ব্যানার্জির মত কিংবদন্তি অভিনেতাদের পিছনে ফেলে দিয়ে অক্ষয়ই এখন মোদীর চরিত্রের জন্য বেস্ট চয়েস।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ