Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার শেরপুরে এডিবি’র অর্থায়নে দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন না করে ভূয়া মাস্টাররোল তৈরি করে আত্মসাতের অভিযোগে নারী উন্নয়ন ফোরামের সভাপতি, উপজেলা মহিলা দলের সভানেত্রি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শেফা (৫২)কে গতকাল বৃহস্পতিবার বিকেলে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, ২০১৬-২০১৭ অর্থ বছরের এডিপি প্রকল্পের ৩ লাখ টাকা দিয়ে কোটেশনের মাধ্যমে দুস্থ্য মহিলাদের মাঝে বিতরণের জন্য সেলাই মেশিন ক্রয় করা হয়। সরকারের পরিপত্র অনুযায়ী সেই সেলাই মেশিন নারী বিষয়ক সংগঠন নারী উন্নয়ন ফোরাম শেরপুর বগুড়াকে দায়িত্ব দেয়া হয়। সেই মেশিনগুলো গতকাল বৃহস্পতিবার সকালে ৪৩ জন দুস্থ্য মহিলোদের মাঝে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমানকে প্রধান অতিথি করে দুই তিন জনকে দেয়ার পর বিতরণ বন্ধ করে দেয়। পরে ভুয়া মাষ্টাররোল তৈরী করে ৩৩জনের স্বাক্ষর নেয়। কিন্তু স্বচ্ছলব্যাক্তি, নারী উন্নয়ন ফোরাম ও বিশালপুর ইউপি সদস্য মমতাজ বেগমসহ ৩১ জনকে দেয়া হয় ।
বাকি মেশিনগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যে শেরপুর পৌর শহরে টাউন কলোনী তার বাড়িতে রেখে দেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে গতকাল বৃস্পতিবার বিকাল সাড়ে ৩টায় অভিযান চালিয়ে দুস্থ্য মহিলাদের নামে দেয়া ৮টি সেলাই মেশিন উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় থেকে বিকেল সাে ৪টার সময় সালমা ইসলাম শেফাকে আটক করে থানায়।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, সালমা ইসলাম শেফার বিরুদ্ধে আত্মসাৎমূলক প্রতারনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।