Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ঈদুল ফিরত উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে মেঘনা সেতু পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
শুক্রবার সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে মহাসড়কে। যে কারণে ইতিমধ্যে থেমে থেমে যানজট শুরু হয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে।
হানিফ পরিবহনের নাজিম উদ্দিন নামে এক যাত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা পার হওয়ার পর মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাড় থেকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা সেতু পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ওভারলোড গাড়ি নিয়ন্ত্রণে অনলাইন স্কেলে টাকা আদায়ে ধীরগতির কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
গজারিয়া হাইওয়ের ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আবুল হাসেম বলেন, ‘ঈদের ছুটি শুরু হওয়ায় অতিরিক্ত গাড়ি চাপ রয়েছে। এদিকে মেঘনা-গোমতী সেতু দিয়ে ধীর গতিতে গাড়ি চলাচল করায় এ যানজটের সৃষ্টি হচ্ছে।