Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
দীর্ঘ বিরতির পর আসছে ৭ সেপ্টেম্বর থেকে চিত্রনায়ক আলমগীর আবারো একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটির নাম ‘একটি সিনেমার গল্প’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য আলমগীরের নিজের। এরই মধ্যে গত মে মাসে চলচ্চিত্রটির প্রায় সব শিল্পী চুড়ান্ত থাকলেও আলমগীরের নিজের বিপরীতে চলচ্চিত্রটিতে কে অভিনয় করবেন তাই ছিলো চমক। অবশেষে চলচ্চিত্রটিতে আলমগীরের নির্দেশনায় তারই বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন চিত্রনায়িকা চম্পা।
১৯৮৬ সালে চম্পা আলমগীরের নির্দেশনাতেই ‘নিষ্পাপ’ চলচ্চিত্রে আলমগীরের বিপরীতে অভিনয় করেন। একক নায়িকা হিসেবে এটিই ছিলো চম্পার প্রথম চলচ্চিত্র। এরপর আলমগীরের সঙ্গে আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও আলমগীরের বিপরীতে অভিনয়ের সুযোগ হয়ে উঠেনি তার। দীর্ঘ ত্রিশ বছর পর আলমগীরেরই নির্দেশনায় আলমগীরের বিপরীতে অভিনয় করার সুযোগ পেলেন চম্পা। এরইমধ্যে নিজের পোশাক, অভিনয় কেমন হতে পারে তা নিয়ে প্রায়ই আলোচনা করছেন চম্পা। কারণ দীর্ঘদিন পর তার কাছে এটি নতুন এক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে। যে কারণে ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে অভিনয় নিয়ে ভাবনায় আছেন চম্পা।
চম্পা প্রসঙ্গে আলমগীর বলেন, ‘চম্পা খুবই সিরিয়াস একজন অভিনেত্রী। নিজের অভিনয় কীভাবে সুন্দর করা যায় সেই চেষ্টাটা তার এখনো আছে। অভিনয়ের প্রতি তার দুর্বলতা, একাগ্রতা, নিষ্ঠাই সাধারণত চোখে পড়ে না। আর এ কারণেই আমার চলচ্চিত্রে কাজ করার বিষয়ে চুড়ান্ত হবার পর থেকেই অভিনয়ের বিষয়ে নানান বিষয় নিয়েই আলোচনা করছে। এটা একাগ্রতারই দৃষ্টান্ত।’
দীর্ঘদিন পর নিজের একক নায়িকা হিসেবে প্রথম নায়কের সঙ্গে আবারো আলমগীরের বিপরীতে অভিনয় প্রসঙ্গে চম্পা বলেন,‘ আমি যে সময়ে তার নির্দেশনায় কাজ করেছি, সে সময় চলচ্চিত্র সম্পর্কে আমার ধারণাই কম ছিলো। কিন্তু সেই সময়ের কথা আজ মনে পড়লে একটি বিষয়ই আমার কাছে স্পষ্ট হয়ে দাঁড়ায়, আর তা হলো সেই সময়ই আলমগীর ভাই একজন নির্মাতা হিসেবে ছিলেন অসাধারণ। তিনি অবশ্যই অনেক বড় মাপের একজন অভিনেতা। কিন্তু তারপরও আমি বলবো অন্য অনেকের চেয়ে তিনি অনেক গুণী একজন নির্মাতা। আলমগীর ভাই চাইলেই আরো অনেক ভালো ভালো চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারতেন। আলমগীর ভাই সবসময়ই অত্যন্ত বিনয়ী এবং খুবই সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তার নির্দেশনায় এতোদিন পর কাজ করতে যাচ্ছি, এ অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশের নয়।’
আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হবে। এদিকে আসছে ঈদে শাহীন মাহমুদের প্রযোজনায় এসএ টিভিতে ‘বন্ধু আমার’ অনুষ্ঠানে আলমগীর, ফারুক ও চম্পাকে আড্ডায় দেখা যাবে।