Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
গাজীপুরে গামেন্টসকর্মীসহ ২ যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে এবং গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা ও কুনিয়াপাছর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
জয়দেবপুর থানার এসআই আলা আমিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সালনা এলাকার একটি ড্রেন থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। লাশের সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে তার নাম জিয়াউর রহমান, বাড়ি শেরপুর লেখা রয়েছে।
কুনিয়াপাছর এলাকায় খুন হওয়া যুবকের নাম মো. আব্দুল কাদের কাকন (২২)। তিনি কুড়িগ্রাম সদরের খোনারপাড় গ্রামের খয়বর আলীর ছেলে। সালনায় খুন হওয়া যুবকের পরিচয় পাওয়া যায়নি।
কাকনের ভাই মো. কাইয়ুম জানান, তারা কুনিয়াপাছর এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থাকেন। কাকন স্থানীয় মুনলাইট কারখানায় কাটিং হেলপার হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান- কাকন রাস্তার পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তারা কাকনকে মৃত অবস্থায় পান।
জয়দেবপুর থানার এসআই নূরুল ইসলাম জানান, কাকনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।