প্রথমবার মিউজিক ভিডিওতে মাশরাফি

বিনোদন ডেস্ক.



প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অংশ নিলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘উৎসবের বাংলাদেশ’ শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এতে মাশরাফি ছাড়াও কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার ও মডেল দেজানও অংশ নিয়েছেন।

মিউজিক ভিডিওটি প্রথম প্রচারিত হয় গত ২২ জুন বিকেল চারটায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। এরপর মূল কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলেও তা আপলোড করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া ফেলা।

‘উৎসবের বাংলাদেশ’ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বব সেন। আর ভিডিও পরিচালনা করেছেন নোমান রবিন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ