সময়মতো ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট: রেলমন্ত্রী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ শুক্রবার দুপুরে কমলাপুরে ঘরমুখো রেলযাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের একথা বলে তিনি।

    এসময় রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। বিভিন্ন রুটের ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, সঠিক সময়ে ট্রেনে যেতে পারছেন। এজন্য (তারা) সন্তোষ প্রকাশ করেছেন।’

    তিনি বলেন, ‘এবছর সঠিক সময়ে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি। যাত্রীসেবায় রেল মন্ত্রণালয় এবার শতভাগ সফল। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবারে স্পেশাল ট্রেনসহ অতিরিক্ত কোচ করেছি, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দে বাড়ি পৌঁছতে পারে। সঠিক সময়ে সবার দায়িত্ব যথাযথ পালন করার ফলে এটা সম্ভব হয়েছে।’

    রেলমন্ত্রী বলেন, ‘আজ শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে একটি বাদে বাকি ২৭টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। যান্ত্রিক ক্রটির জন্য রংপুর এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছে।’

    যাত্রী পরিবহনের বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘আইনে নাই, এরপরেও ঈদ উপলক্ষে ছাদে ওঠে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, যাত্রীদের গায়ে হাত বুলিয়ে বোঝাতে, যেন তারা ছাদে না ওঠেন।’

    এর আগে মন্ত্রী কমলাপুর স্টেশনে এসে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি পরিদর্শন করেন, যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের ঈদযাত্রার খোঁজখবর নেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ