Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
শুক্রবার মুক্তি পেয়েছে দেবের প্রযোজনার প্রথম ছবি ‘চ্যাম্প’। একই দিনে মুক্তি পেয়েছে বাবা যাদব পরিচালিত ‘বস ২’ এবং কবীর খান পরিচালিত ‘টিউবলাইট’। ফলে বক্স অফিসে লড়াই বেশ জমে উঠবে তা বলাই বাহুল্য। জেনে নিন যে পাঁচটি কারণে ছবিটি আপনাকে দেখতেই হবে।
‘চ্যাম্প’ দেব-রুক্মিণীর বাস্তব জীবনের গল্প
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাজ করছেন দেব। এটা তার চেনা মাঠ। তবে এবারই প্রথম প্রযোজক হিসেবে দেবের পরীক্ষা। সঙ্গে রয়েছে তার নিজের লেখা গল্প। একান্ত আলাপচারিতায় দেব বলেছিলেন, ‘রুক্মিণী আমার খুব কাছের বন্ধু। ওকে দেখেই জয়া চরিত্রটা লিখেছি। ঠিক যেমন শিবাজি চরিত্রের সঙ্গে আমার মিল রয়েছে।’ এককথায় চ্যাম্প দেব-রুক্মিণীর বাস্তব জীবনের গল্প।
নায়িকা রুক্মিণী
গত ১০ বছর ধরে মডেলিং করছেন রুক্মিণী মৈত্র। এতদিন এটিই ছিল তার একমাত্র পরিচয়। এবার তিনি নায়িকাও। ইন্ডাস্ট্রির সকলেই জানেন, তিনি দেবের বিশেষ বান্ধবী। দেবের হাত ধরেই শুরু নতুন পথ চলার। তাই রুক্মিণীর ওপর নজর তো থাকবেই। তিনি কেমন পারফর্ম করলেন, তা হলে গিয়ে দেখার আকাঙ্খা রয়েছে তার।
টলিউডে ‘বক্সিং’ নিয়ে প্রথম ছবি
দেবের কাছে প্রশ্ন ছিল, বক্সিং নিয়ে ছবি করার রিস্কটা নিলেন কেন? দেব বলেছিলেন, ‘আমি ছাড়া রিস্কটা কে নেবে?’ টলিউডে বক্সিং নিয়ে ছবি সম্ভবত এই প্রথম। ক্রিকেট, ফুটবলের তুলনায় কম জনপ্রিয় খেলাটিকে ‘চ্যাম্প’ কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাও বিচার করবেন দর্শক।
দেব-রুক্মিণীর কেমিস্ট্রি
‘চ্যাম্প’ এক নতুন জুটি উপহার দিতে চলেছে টলিউডকে। কিন্তু তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি কি অনস্ক্রিনেও দেখতে পাবেন দর্শক? রুক্মিণীর উত্তর, ‘না, সেটা একেবারেই কাজ করেনি। কারণ আমি ভেবেছিলাম দেব আমাকে খুব প্যাম্পার করবে। ভালোবেসে কাজ হবে। সহজ কলটাইম পাব। কিন্তু সেসব কিছুই হয়নি। উল্টে রোজ বকত। হয়তো ভালোর জন্যই।’
আমিও চ্যাম্প…
রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে ঠিক এমনই ফিলিংস। দেব শেয়ার করেছিলেন, প্রতি মুহূর্তে যারা লড়াই করছেন, নিজের জীবনে কোনো না কোনো ভাবে তারা সকলেই ‘চ্যাম্প’। সেই ভাবনা রয়েছে ছবি জুড়ে।