কিউই বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ২১ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক.



২০১৭-১৮ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ২১ সদস্যের তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এতে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান জিৎ রাভাল, নেইল ব্রুম ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। বাদ পড়েছেন পেসার ডগ ব্রেসওয়েল। অফস্পিনার মার্ক ক্রেইগও সুযোগ পাননি।

গতবারের লিস্ট থেকে অনুপস্থিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রনকি, যিনি এ সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। রনকির বিদায়ে কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র স্পেশালিস্ট উইকেটরক্ষক বিজে ওয়াটলিং।

অন্যদিকে, অভিজ্ঞ অফস্পিনার জিতান প্যাটেল নেই। রনকির পর তিনিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

চুক্তিবদ্ধ খেলোয়াড়: কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, হেনরি নিকোলস, জেমস নিশাম, জিৎ রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন, জর্জ ওয়ার্কার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ