Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কুড়িগ্রাম প্রতিনিধি.
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম গ্রামে মুকুল মিয়া (৪০) নামে একব্যক্তি তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ওই গৃহবধূর লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, মুকুল মিয়া যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী আনোয়ারা বেগমকে (৩৮) মারধর করতো। গতকাল রাতেও মুকুল তার স্ত্রীকে বেদম মারধর কর। মারধরের একপর্যায়ে আনোয়ারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে অবস্থা বেগতিক দেখে মুকুল তার স্ত্রীকে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম হাসপাতালে নেয়ার পথে আনোয়ারার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, কুড়িগ্রাম হাসপাতালে লাশটির ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকেই মুকুল মিয়া পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।