নিউজ ডেস্ক.

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ৮জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানার এসআই মো. কাউছার ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মৌচাক এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সঙ্গে গাজীপুরগামী গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ লেগুনা যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতাল নিলে ৪ জন মারা যায়।

