Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
পাকিস্তানে তৎপর কথিত জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়ে ইসলামাবাদ বলেছে, এ ধরনের হামলা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, “আমাদের অবস্থান হচ্ছে ড্রোন হামলায় উল্টো ফল হয় এবং তা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।”
মার্কিন সরকার পাকিস্তানে ড্রোন হামলা বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ইসলামাবাদ এ প্রতিক্রিয়া জানাল।
ওয়াশিংটন দাবি করছে, আফগানিস্তানের মার্কিন-সমর্থিত সরকারের বিরুদ্ধে যুদ্ধরত তালেবানসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর জন্য অভয়ারণ্য তৈরি করেছে পাকিস্তান। ওয়াশিংটন এ কারণে পাকিস্তান ও জঙ্গিদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ইসলামাবাদ অবশ্য তালেবানকে আশ্রয় দেয়ার অভিযোগ অস্বীকার করে বহুবার পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়েছে।
আমেরিকা ২০০১ সালে আফগানিস্তানের আগ্রাসন চালানোর পর থেকে পাকিস্তানে গোয়েন্দা তৎপরতা ও হামলা চালানোর কাজে শত শত ড্রোন ব্যবহার করেছে। ২০০৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের শাসনামলে এ ড্রোন হামলা শুরু হলেও পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর এ হামলার তীব্রতা বৃদ্ধি পায়। এ পর্যন্ত পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া ও লিবিয়ায় ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা।