Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
আজ রবিবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সৌদিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে। আরব নিউজ। সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আরব ইউনিয়ন অব অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর জ্যোতিষী খালিদ আল জাক এক টুইটার বার্তায় রোববার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে রোববার এক সঙ্গে সৌদি আরব, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে ঈদুল ফিতর পালন করার সিদ্ধান্তের খবর পাওয়া গেছে।
দেশটিতেও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সৌদি-আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশে আজ রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আমিরাতজুড়ে ঈদ জামাতের সময়সূচি
আবুধাবি- সকাল ৫টা ৪৮ মিনিট, দুবাই- সকাল ৬টা, শারজাহ- সকাল ৫টা ৫২ মিনিট, আজমান- সকাল ৫টা ৫১ মিনিট, ফুজাইরাহ- সকাল ৫টা ৫৪ মিনিট, উম্ম আল কোয়াইন- সকাল ৫টা ৫৬ মিনিট ও রাস আল খাইমাহ- ৫টা ৫৪ মিনিটে।
এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে রোববার। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামে সাম্যের সৌন্দর্য।
উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়। এর একদিন পর বাংলাদেশে রোজা পালন শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।