শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদ উদযাপন

নিউজ ডেস্ক.



গত ৫০ বছর ধরে সৌদি আরব ও বিশ্বের অন্য মুসলিম দেশের সাথে মিল রেখে শরীয়তপুরে বিভিন্ন গ্রামে ঈদ উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় রবিবার জেলার প্রায় ৩০ গ্রামের ১২শ’ পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।

শরীয়তপুরে বৃহত্তম প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে শুরেশ্বর দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৯টায়। এছাড়াও কোটাপাড়া, প্রেমতলা, বাঘিয়া, পাপরাইল, লাকার্তা, ফকিরকান্দি, পুনাইখার কান্দি, ঘোষাল সিকদার কান্দি, হালৈসার, পন্ডিতসার, খিরাপাড়া, নোয়াদ্দা, ঘরিষার, শুরেশ্বরসহ বিভিন্ন গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

উল্লেখ্য, সুরেশ্বর দরবার শরীফের গদ্দিনিশীন পীর কামাল নুরী জানায়, দরবার শরীফের পীর জানশরীফ মাওলানার আমল থেকে সৌদি আরব ও বিশ্বের অন্যান দেশের সাথে মিল রেখে তারা ঈদ পালন করে আসছে। জানশরীফ মাওলানার মৃত্যুর পর তার ভক্ত ও মুরিদানরা এই নিয়ম মেনেই ঈদ পালন করছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ