গ্রুপ সেরা হয়েই সেমিতে পর্তুগাল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    নিউজিল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। শনিবার সেন্ট পিটার্সবার্গে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৪-০ গোলের জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

    এদিনে ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। বিশ্বকাপের ‘মহড়া’ কনফেডারেশন্স কাপে এটি তার দ্বিতীয় গোল। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা।

    বিরতির পর ৬৭তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ। দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই নিউজিল্যান্ডের রক্ষণে চাপ ধরে রাখে পর্তুগাল। কারেসমার কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন আন্দ্রেয়া সিলভা।

    অতিরিক্ত সময়ে ডি বক্সের মাথায় বল পেয়ে নিচু শটে জালে পাঠান নানি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে পর্তুগালের পয়েন্ট ৭। দিনের অন্য ম্যাচে রাশিয়াকে হারানো মেক্সিকোর পয়েন্টও ৭। গোল পার্থক্য এগিয়ে ইউরোপের দলটি।

    কাজানে গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাশিয়া। তিন ম্যাচেই হেরে শূন্য হাতে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ