Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তালতলা মসজিদের সামনে একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ। এসময় দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২০১৬ সালের ১ নভেম্বর দর্জি ব্যবসায়ী পরিচয় দিয়ে ভেড়ামারার তালতলা মসজিদের সামনে অবস্থিত নাসিমা খাতুনের বাড়িটি ভাড়া নেয় টলি বেগম। সেখানে থেকে নাশকতা পরিকল্পনা করছিল তারা।
কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) এস এম মেহেদী হাসান জানান, ভেড়ামারা শহরের বামনপাড়া তলতলা মসজিদের পাশে একটি টিনসেডের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়।
রাত ৩টার দিকে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে বাড়িটিতে অভিযান চালালে সুইসাইডাল ভেস্ট পরিহিত এক নারী পুলিশের ওপর হামলার চেষ্টা করে। কিন্তু সুইসাইডাল ভেস্ট বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে পুলিশ। পরে আরো দুই নারীকে আটক করে তারা। এসময় জঙ্গি তিথির চার মাসের ও সুমাইয়ার ছয় মাসের শিশুকন্যা সাথে ছিল।
আটক তিন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা হলেন- নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি, জঙ্গি রাজিবুল ইসলাম ওরফে রাশেদের স্ত্রী নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ডার সুমাইয়া ও জঙ্গি আরমানের স্ত্রী টলি বেগম। তারা সবাই সুইসাইডাল স্কোয়াডের সদস্য।
অভিযানের পর থেকে বাড়ির আশেরপাশের এলাকা থেকে সাধারণ জনগণকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট।
পুলিশ জানায়, অভিযানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক অভিযান সমাপ্ত হলেও ধারণা করা হচ্ছে, বাড়িটির ভেতরে বড় ধরনের বিস্ফোরকদ্রব্য রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে ঘরের ভেতর অভিযান চালানো হবে।
এদিকে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের উর্ধ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।