বুলেট ও স্প্লিন্টারের আঘাতে ৫ জঙ্গির মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    বুলেট ও স্প্লিন্টারের আঘাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    শনিবার ভয়াবহ গুলশান হামলার এক বছরের মাথায় নিহত জঙ্গিদের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

    বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, শনিবার বেলা সোয়া ১টায় পুলিশের কাছে নিহত পাঁচ জঙ্গির ময়নাতদন্তের প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বুলেট ও স্প্লিন্টারের আঘাতে তাদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

    নিহত পাঁচ জঙ্গি হলেন- নিবরাস ইসলাম, মীর সামেহ মুবাশ্বের, রুহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম। এছাড়া, নৃশংস ওই জঙ্গি হামলায় নিহত পাঁচ জঙ্গির সঙ্গে রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদারেরও ময়নাতদন্ত সম্পন্ন হয়।

    উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান রেস্তোরাঁয় পাঁচ জঙ্গি অতর্কিত হামলা চালিয়ে ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০ থেকে ৩৫ জনকে জিম্মি করে রাখে। এরপর রাতভর হত্যাযজ্ঞ চালায় তারা। এ হামলায় ১৭ বিদেশি ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জন মারা যান। এর মধ্যে সর্বোচ্চ নয়জন ইতালির নাগরিক ছিলেন।

    জীবিত জিম্মিদের উদ্ধারে ২ জুলাই হলি আর্টিসানে ‘অপারেশন থান্ডারবোল্ট’ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে রেস্তোরাঁর বাবুর্চি ও পাঁচ জঙ্গি নিহত হয়।

    মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করলেও বাংলাদেশে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিটের দাবি, এটি নব্য জেএমবি নামে নতুন একটি জঙ্গি সংগঠনের কাজ। তাদের মধ্যে কেউ কেউ আইএস মতাদর্শী আছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ