সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি.



বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের কড্ডা মোড় এলাকায় মাইক্রোবাস চাপায় কুলসুম খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোকন্দপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আবু দাউদ জানান, পরিবারের অন্যান্যদের সাথে কুলসুম বাসযোগে ঢাকা যাওয়ার পথে সিরাজগঞ্জ সদরে উপজেলার উল্লেখিত এলাকায় বাসটি বিকল হয়ে পড়লে বাসের অন্যান্য যাত্রীদের সাথে সে বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো।

এ সময় একটি ট্রাক পিছন দিক থেকে অপর একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসে চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ