নিউইয়র্কে হাসপাতালে গুলি: চিকিৎসকসহ নিহত ২


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে নারী চিকিৎসকসহ অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন চিকিৎসকসহ ছয়জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে এক হাজার শয্যাবিশিষ্ট ব্রোনক্স-লেবানন হাসপাতালে এ ঘটনা ঘটে।

    পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, চিকিৎসকের পোশাক পরিহিত এক ব্যক্তি হঠাৎ করে হাসপাতালের ভেতরে থাকা লোকজনকে গুলি করতে শুরু করে। পরে হামলাকারী ব্যক্তি আত্মহত্যা করেন। তার মরদেহের পাশে একটি বন্দুক পড়ে থাকতে দেখা যায়, যেটিকে এম১৬ রাইফেল বলা হচ্ছে।

    নিউইয়র্ক পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী হামলাকারী ড. হেনরি বেল্লো ওই হাসপাতালেরই একজন চিকিৎসক ছিলেন। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। ২০১৫ সালে নিজের পদে ইস্তফা দিতে বাধ্য হন।

    নিউইয়র্কের মেয়র জানান, এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না। কর্মক্ষেত্রে শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

    নগরীর পুলিশ প্রধান বলেন, হাসপাতালের ১৬তম তলায় গুলিবর্ষণের ঘটনা শুরু হয় এবং হতাহতরা সবাই ১৬ ও ১৭ তলায় কর্মরত ছিলেন। এসময় অনেক রোগী চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ