Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, কোনো অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি।
তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য এবং রাষ্ট্রের রুটিন কাজ পরিচালনার জন্য সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। আর স্বাভাবিক নিয়মে সেই কথিত সহায়ক সরকারের প্রধান থাকবেন জননেত্রী শেখ হাসিনা। তাই গণতান্ত্রিক নিয়মে শেখ হাসিনার অধীনেই জাতীয় পার্টিসহ সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।
শনিবার রাজধানীর শ্যামপুরে কদমতলি ও শ্যামপুর থানা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য সুজন দে, শেখ মাসুক রহমান, কদমতলি থানা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান কাজল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম সরকার, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, শেখ মাইনুদ্দিন বাবু, জহিরুল ইসলাম জহির, মো. মোতালেব, হানিফ সর্দার প্রমুখ।
অনুষ্ঠানে বাবলা আরো বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। গণতন্ত্র রক্ষা ও সংবিধান সমুন্নত রাখার স্বার্থে যে কেনো প্রতিকূল পরিস্থিতিতেও আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাই আগামীতে আমরা দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনে অংশ নেবো। তবে তা হতে হবে অবশ্যই বর্তমান সংবিধানের আলোকে।