সমন্বিত উদ্যোগ ছাড়া জঙ্গি নির্মূল সম্ভব না: রিজভী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    জঙ্গি নির্মূল কার্যক্রমকে ‘জাতির সামগ্রিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে এজন্য সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সমন্বিত উদদ্যোগ ছাড়া জঙ্গি নির্মূল পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।

    শনিবার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমের কাছে এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

    রিজভী বলেন, এ দেশ ও জাতির জন্য আজকের দিনটি একটি কালো অধ্যায়। দেশ-বিদেশের এতগুলো মানুষ উগ্রবাদী জঙ্গিদের হাতে নির্মমভাবে খুন হয়েছিল; এটি নিঃসন্দেহে আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের যে এগিয়ে চলা, আমরা যে সম্প্রীতির পক্ষে, প্রগতির পক্ষে, অগ্রগতির পক্ষে সেখানে কলঙ্ক তিলক এঁকে দিয়েছিল।

    তিনি বলেন, আমরা আশা করেছিলাম এ ব্যাপারে একটি সামগ্রিক ও সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে দেশের মধ্যে বিভিন্নভাবে যে উগ্রবাদী নেটওয়ার্ক চেপে বসেছে, সেটিকে উৎখাত করা হবে। কিন্তু ক্ষমতাসীনদের দিক থেকে এ ধরনের কোনো সমন্বিত উদ্যোগ আমরা দেখিনি।

    গত বছর ১ জুলাই রাতে বিদেশিদের কাছে আকর্ষণীয় গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় পাঁচ জঙ্গি। তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। ওইদিন রাত পেরিয়ে সকালে ঘটনাস্থলে কমান্ডো অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গি ও ক্যাফের এক পাচক নিহত হন। ভেতর থেকে উদ্ধার করা হয় ১৭ বিদেশিসহ ২০ জনের লাশ।

    শ্রদ্ধা নিবেদনের পর জঙ্গিবাদ দমনে সরকারের কার্যক্রম প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, যতবারই শুনেছি যে ক্ষমতাসীনরা জঙ্গি নির্মূল করছেন, তারপর দেখা গেছে- কোথাও না কোথাও উগ্রবাদ তার হিংস্র থাবা মেরেছে, তার হিংস্র কামড় দিয়েছে।

    তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়। এটি হচ্ছে জাতির সামগ্রিক পদক্ষেপের একটি বিষয়। আমরা মনে করি, সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে। আমাদের দীর্ঘদিনের যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ, একে অপরের প্রতি শুভেচ্ছাবোধের দেশ, আমাদের সেই ঐহিত্য আর কোনোভাবে যাতে ম্লান না হতে পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সেই হিসেবে সবাইকে কাজ করতে হবে।

    হলি আর্টিজানের ঘটনার তদন্ত ও অভিযোগপত্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এ ঘটনায় এখনো অভিযোগপত্র দেয়া হয়নি, কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা প্রশাসন এখানে কী ধরনের কাজ করছে, আমরা বলতে পারছি না। এ ব্যাপারে যদি সমন্বিত উদ্যোগ নেয়া হতো, বিষয়টি বিশ্লেষণ করে তদন্ত করা যেত- তাদের গুহাগুলো কোথায়, তাদের নেটওয়ার্ক কোথায়- এটি যদি অনুসন্ধান করে চিহ্নিত করা যেতো তাহলে আর এসব ঘটনার পুনরাবৃত্তি হতো না।

    এর আগে, রুহুল কবির রিজভীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তোরাঁ প্রাঙ্গণে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন।

    প্রতিনিধি দলে ছিলেন- দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, জাসাসের রফিকুল ইসলাম তালুকদার, শায়রুল কবির খান ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মামুন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ