ধুনটে অস্ত্রসহ জামায়াত কর্মী আটক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.



    বগুড়ার ধুনট উপজেলায় জিহাদী ও সাংগঠনিক বই এবং দেশীয় অস্ত্রসহ জামায়াতের সক্রিয় কর্মী ইউনুস আলী শেখ (৫৫) নামের এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের বাড়ী থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত ইউনুস আলী ওই গ্রামের আবুল হোসেন শেখের ছেলে।

    ধুনট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফারুকুল ইসলাম ধুনট বার্তাকে জানান, ইউনুস আলী শেখ জামায়াতের সক্রিয় কর্মী এবং তাঁর ছেলে আসলাম শেখ (২২) শিবির নেতা। শুক্রবার গভীর রাতে ইউনুস আলী’র বাড়ীতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনায় জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ২টায় সেখানে পুলিশ অভিযান চালায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। অভিযানকালে পুলিশ ইউনুস আলী শেখকে আটক করে।

    এসময় ছাত্র সংবাদ, মাসিক প্রেরনা, দ্বি-বার্ষিক মাদ্রাসা নামে ম্যাগাজিন পত্রিকা, খোলা চিঠি, মুক্তির জয়গান, পলাশী থেকে বাংলাদেশ নামে বিভিন্ন বই, শিবিরের ব্যক্তিগত রিপোর্ট, চাঁদা আদায়ের রশিদ, সরকার বিরোধী পোষ্টার এবং চাকু ও চাপাতী উদ্ধার করেছে। এ ঘটনায় ইউনুস আলীসহ ৬০জন অজ্ঞাত ব্যক্তির নামে থানায় মামলা দায়ের হয়েছে।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার শেরপুরের একটি পার্কে নাশকতার প্রস্তুতি বৈঠক থেকে ইউনুস আলীর ছেলে শিবির কর্মী আসলাম শেখকে পুলিশ আটক করেছে।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ