বিচারকদের শৃঙ্খলাবিধি : ২ সপ্তাহের ‘শেষ সুযোগ’ পেল সরকার

নিউজ ডেস্ক.


ada
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা সংক্রান্ত মাসদার হোসেন মামলার শুনানির জন্য সরকারকে ফের সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এটাই শেষ সুযোগ বলে অ্যাটর্নি জেনারেলকে সতর্ক করে দিয়েছেন আদালত।

আজ রবিবার নির্ধারিত দিনে এই বিষয়ে শুনানি এবং আদেশের জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নতুন করে ২ সপ্তাহের সময় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি আদালতের কাছে সময় প্রার্থনা করার পর আরও দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ। এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘এটাই শেষ সুযোগ’।

গত ২৯ মে বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ