ধুনটে জামায়াতের সেক্রেটারী গ্রেফতার

আবু সুফিয়ান.



বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে ডা. আলী আকবর (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বিলা বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে জোড়খালী গ্রামের ওহেদ আলীর ছেলে এবং গোসাইবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফারুকুল ইসলাম ধুনট বার্তা কে জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামে সানরাইজ কোচিং সেন্টারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতিমুলক বৈঠক করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইউনুস আলী নামের জামায়াতের একজন সক্রীয় কর্মীকে আটক করে। এছাড়া জিহাদী বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় এসআই রেজাউল করিম বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ১২ নম্বর আসামী আলী আকবরকে শনিবার সন্ধ্যায় বড়বিলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ