আজ রাতে জার্মান চ্যালেঞ্জের মুখোমুখি চিলি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    কনফেডারেশন কাপের ফাইনালে আজ রবিবার রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। রাশিয়ার সেন্টপিটার্সাবার্গে বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

    ম্যাচকে সামনে রেখে চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল বলেছেন, চিলি প্রমাণ করেছে তারা বর্তমানে বিশ্বের সেরা দল। রবিবার কনফেডারেশন কাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে ওই মর্যাদা সমুন্নত রেখেই আগামী বছর বিশ্বকাপে অংশ নিতে চায় তার দল।

    ইতিমধ্যে গ্রুপ পর্বে বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে এক দফা লড়াই হয়ে গেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১০ দিন আগে কাজানে অনুষ্ঠিত ওই ম্যাচে অ্যালেক্সিস সানচেজের গোলে চিলি এগিয়ে গেলেও সেটি পরিশোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন লার্স স্টিন্ডল।

    আর্জেন্টিনাকে পর পর হারিয়ে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার শিরোপা জয়ী চিলি কাল জার্মানির বিপক্ষে জয়ের মাধ্যমে তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জয়ের দিকে তাকিয়ে আছে। গত বুধবার অনুষ্ঠিত সেমি-ফাইনালে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা চিলি এখন তারুণ্যনির্ভর জার্মান দলকে হারিয়ে প্রমাণ করতে চায় তারাই বিশ্ব সেরা।

    ভিদাল বলেন, ‘আমরা এরই মধ্যে আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়নদের হারিয়ে আমাদের যোগ্যতা প্রমাণ করেছি। ফাইনালে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে প্রমানিত হবে যে আমরাই বিশ্ব সেরা। আমরা যোগ্যতা এবং আগ্রাসী মেজাজ দিয়ে ফাইনালে পৌঁছেছি। এখনো নিদের প্রমাণের জন্য আমাদের মধ্যে প্রচুর জীবনীশক্তি মজুদ রয়েছে।’

    কাজানে অনুষ্ঠিত সেমি-ফাইনালের নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। সেখানে পুর্তগালের সবকটি শট প্রতিহত করে চিলিয়ানদের বিদায়ের আনন্দে ভাসান গোল রক্ষক ক্লদিও ব্রাভো।

    অপরদিকে বৃহস্পতিবার মেক্সিকোকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারুন্যে গড়া জার্মান দল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য অপেক্ষা করছে একই দলের দুই ফুটবলার লিয়ন গোরেতকা ও টিমো ওয়ার্নার। দুই জনেরই নামের পাশে জমা পড়েছে তিনটি করে গোল। দলের আরেক তারকা স্টিন্ডলের খাতায় জমা রয়েছে দুটি গোল।

    চিলির কোচ জুয়ান এ্যান্টনিও পিজ্জি বলেন, ‘গড় ২৪ বছর বয়সের অধিকারী কনফেডারেশন কাপের সবচেয়ে তারুন্যনির্ভর দলটি নিয়ে জার্মান কোচ জোয়াচিম লো প্রমান করেছেন যে সফলতার ক্ষেত্রে বয়স কোন বাঁধা নয়। তবে তাদের চেয়ে সেরা দক্ষতার মাধ্যমে আমরা দলটির মোকাবেলা করতে চাই।’

    এদিকে দলের তারকা ফুটবলারদের বিশ্রামে রেখে কনফেড স্কোয়াড গড়েছেন কোচ জোয়াচিম লো। পরিবর্তে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয়ী দলের পরবর্তী প্রজন্মকে বেশী সম্পৃক্ত করেছেন তিনি। দলটির গড় বয়স ২৪ বছর চার মাস। সব সদস্য মিলে সর্বমোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে মাত্র ১৭৯টি। দলে রয়েছে আটটি নতুন মুখ। স্কোয়াডভুক্ত খেলোয়াড়দের মধ্যে মাত্র তিন জনের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা।

    মাত্র ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ২৩ বছর বয়সী অধিনায়ক জুলিয়ান ড্রাক্সলারের নেতৃত্ব দলটি দেখে ভ্রু কুচকেছিল অনেকেই। এই জুয়ায় এখনো পর্যন্ত ভালভাবেই টিকে আছেন জার্মান কোচ। ওই দলটিই মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। দলের হয়ে দুই গোল করেছেন মাত্র ৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ্রগ্রহনের অভিজ্ঞতা সম্পন্ন ২২ বছর বয়সী উদীয়মান তারকা লিও গোরেতকা।

    ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই ফুটবল তারকা বলেন, ‘এখন শিরোপা জয়ের মাধ্যমে আমরা আমাদের ওপর রাখা আস্থার প্রতিদান দিতে চাই।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ