নিউজ ডেস্ক.

যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার রাজধানীতে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। রবিবার বিবিসির অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম স্টেট টিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর দিকে অগ্রসারমান সন্দেহভাজন তিনটি গাড়ি ধাওয়া করে পুলিশ। দুটি গাড়িকে থামিয়ে বোমা নিস্ক্রিয় করতে সক্ষম হয় পুলিশ।
কিন্তু তিন নম্বর গাড়ির চালক গাড়ি নিয়ে পূর্বদিকে তাহরির স্কয়ারে ঢুকে পড়ে এবং ভীড়ের মধ্যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে এ নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কমপক্ষে ১২ জন আহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র : বিবিসি

