জেএমবির আমির যে কোনো সময় গ্রেফতার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চুকে যে কোনো সময় গ্রেফতার হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক। রবিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে ঈদ পুর্নমিলনীতে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    শহীদুল হক বলেন, নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চুসহ সকল পলাতক জঙ্গিদের অচিরেই গ্রেফতার করা হবে। পুলিশের গোয়েন্দাসহ অন্যান্য সকল গোয়েন্দা তাদের গ্রেফতারে কাজ করছে।

    নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চুসহ হলি আর্টিজান হামলায় জড়িত কয়েকজন এখনও বাইরে আছে, এই মুহুর্তে জঙ্গিদের আবার কী সেই ধরনের হামলার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘আমি মনে করি না তাদের (জঙ্গি) সেই শক্তি আছে। আইয়ুব বাচ্চু বলেন আর যাই বলেন সবাই আমাদের জালে পড়বে। আমরা (পুলিশ) সবগুলোকে গ্রেফতার করতে সক্ষম হব।’

    তিনি আরো বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সরকারে নীতি হলো ‘জিরো টলারেন্স’। জঙ্গিদের অর্থদাতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেলে জাতিকে জানানো হবে। আমাদের সাথে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এগিয়ে এসেছেন জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

    আইজিপি বলেন, আমাদের যথেষ্ট অর্জন আছে। তবে আমরা এখনও নির্মূল করতে পারিনি এটা সত্য। কিন্তু জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। অনেকে নিহত হয়েছে, অনেকে গ্রেফতার হয়েছে, অনেকে জেল হাজতে আছে। নির্মূল করতে হলে গোটা জাতিকে এই জঙ্গিদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। তবে আমি আশাবাদি যেহেতু এই পর্যন্ত আমরা সকল মহলের সহযোগিতা ও সমর্থন পেয়েছি। তাই অচিরেই বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে।

    অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিআইজি মো. মহসিন হোসেনসহ পুলিশের উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ