পরিচালক হতে চান শাবনূর

বিনোদন ডেস্ক.



দীর্ঘ আট মাস পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। থাইরয়েড সমস্যা থাকার কারণে চিকিৎসকের পরামর্শে অস্ট্রেলিয়াতে ছিলেন তিনি। ঈদের কয়েকদিন আগেই দেশে ফিরেছেন শাবনূর। আর দেশে ফিরেই নতুন এক ইচ্ছের কথা জানালেন তিনি। আর তার সেই ইচ্ছে হলো পরিচালক হওয়া।

হ্যাঁ, এবার পরিচালক হতে চান চিত্রনায়িকা শাবনূর। এটা নাকি তার অনেক দিনের ইচ্ছে। এখন এই ইচ্ছে আরও বেশি তীব্র হচ্ছে। সব ঠিক থাকলে শিগগিরই পরিচালনায় হাত দেবেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শাবনূর বলেন, ‘বহু দিন পর ঢাকায় ঈদ আনন্দ উদযাপন করলাম। খুব ভালো লাগল। হইচই করেছি। আড্ডা দিয়েছে। দারুণ আনন্দে কেটেছে ঈদের এই কয়েকটা দিন। আপাতত আর অস্ট্রেলিয়া যাচ্ছি না। এই বছরটা ঢাকায় থাকব। আসলে নিজের দেশে থাকার আনন্দটাই আলাদা।’

সিনেমার মানুষ আপনি, কবে নাগাদ আবার অভিনয়ে দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে শাবনূর বলেন, ‘আপাতত অভিনয় নিয়ে নয়, পরিচালনার ব্যাপারটি আমাকে টানছে। আরও আগে পরিচালনা করার কথা ছিল। কিন্তু ঢাকা-সিডনি যাওয়া-আসার মধ্যে থাকায় পরিচালনা করা হয়নি। এখন আবার পরিচালনার চিন্তা মাথাচাড়া দিয়ে উঠছে। এটা নিয়ে কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কি হয়।’

শাকিবের সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছে পোষণ করার পাশাপাশি অভিনেতা শাকিবের প্রশংসাও করেন শাবনূর। বলেন, ‘আমরা দুজন একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা অভিনয় করেছি। সে খুব ভালো অভিনেতা। আর এখন তো দেশের মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার জন্য আমার শুভকামনা। আমি চাইব, সে যেন আরও ভালো সুনাম অর্জন করে।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ