ধুনটে মাদকাসক্ত ছেলের মারধরে মা আহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.



    বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত ছেলের মারধরে মা সফুরা খাতুন (৪৭) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সন্ধ্যা ৭টায় একমাত্র বখাটে পুত্র সবুজ মিয়া এ ঘটনা ঘটিয়েছে। আহত সফুরা খাতুন চৌকিবাড়ী ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের শুকুর আলীর স্ত্রী।

    কৃষক শুকুর আলী ধুনট বার্তা কে জানান, ৩ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সবুজ মিয়া এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর থেকে সে লেখাপড়া ছেলে বখাটে যুবকদের সঙ্গে ঘুরে নিজেও বখাটে হয়েছে। প্রায় ১ বছর যাবত মাদকদ্রব্য সেবনে অভ্যস্ত হয়ে পড়ে সবুজ মিয়া। নেশার টাকা যোগাতে বিভিন্ন অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ে। বিশেষ করে প্রায়ই বাড়ীতে নেশার টাকার জন্য বাবা-মা’র উপর চাপ প্রয়োগ করে এবং টাকা না পেলে বাবা-মাকে মারধর ও আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটায়।

    আহত সফুরা খাতুন ধুনট বার্তা কে জানান, রোববার সন্ধ্যা ৭টায় শুকুর আলী বাড়ীতে ছিলেন না। এসময় সবুজ মিয়া বাড়ীতে মা সফুরা খাতুনের নিকট গাঁজা কেনার জন্য ২০০ টাকা দাবী করে। টাকা দিতে রাজী না হওয়ায় সবুজ মিয়া লাঠি দিয়ে মাকে মারধর করে। তাঁর লাঠির আঘাতে সফুরা বেগমের থোকা কেটে গেছে এবং মাথায় ফোলা জখম হয়েছে। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

    ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ধুনট বার্তা কে জানান, গাঁজা কেনার টাকার জন্য মাকে মারধরের ঘটনা শুনেছি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মাদকাসক্ত সবুজ মিয়াকে আটকের চেষ্টা করছে।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ