ধুনটে সড়ক নিয়ে সংঘর্ষে ৬জন আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় সড়ক নির্মাণের জায়গা নিয়ে সংঘর্ষে ৬জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টায় পৌর এলাকার সদরপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ধুনট সদরপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে স্বপন মিয়া (৩৮), মৃত গেদা প্রামানিকের ছেলে পন্ডিত প্রামানিক (৫৫), তাঁর স্ত্রী বেলিছা খাতুন (৫০), ছেলে বিপ্লব হোসেন (২২) বিদ্যুৎ মিয়া (১৮) ও মেয়ে পপি আক্তার (১৬)। আহতদের মধ্যে বিদ্যুৎ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ধুনট সদরপাড়ার ডিসি সড়ক হতে পন্ডিত প্রামানিকের বাড়ী পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ৬৫ মিটার গাইডওয়াল দ্বারা সড়ক নির্মাণ করছে পৌর কর্তৃপক্ষ। ওই সড়কে পন্ডিত প্রামানিকের জায়গা রয়েছে। জমির পরিমাপ ছাড়াই মঙ্গলবার সকালে সড়ক নির্মাণ কাজ শুরু করায় বাঁধা দেন পন্ডিত প্রামানিক। এতে ক্ষিপ্ত হয় প্রতিবেশী স্বপন মিয়া ও তাঁর স্বজনরা। নির্মাণকাজে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পন্ডিত প্রামানিক বলেন, আমার নিজস্ব সম্পত্তির উপর দিয়ে পৌরসভা সড়ক নির্মাণ করছে। জায়গাটি মাপার জন্য পৌরসভায় আবেদন করা হয়েছে। কিন্তু জায়গাটি মাপ হওয়ার আগেই সড়কটি নির্মাণকাজ শুরু করে। এজন্য নির্মাণকাজে বাঁধা দেওয়া হয়। এতে স্বপন মিয়া আমার বাড়ী ঘর ভাংচুর ও পরিবারের সদস্যদের মারপিট করেছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দু’পক্ষের আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ