পূর্ণাঙ্গ রায় না পেলে কোনো জবাবই দেয়া যাবে না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক.



আপিল বিভাগে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রথম কথা হচ্ছে রায়ে তো ওনারা শুধু একটা ঘোষণা দিয়েছেন যে আপিলটা খারিজ করেছেন। পূর্ণাঙ্গ রায় না পেলে কোনো জবাবই দেয়া যাবে না যে সংসদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে কি না?

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আরও বলেন, আমার কাছে প্রশ্ন ১৯৭২ সালের যে সংবিধান ছিল যেটা প্রথমে কনস্টিটিউ এ্যাসেম্বলি সংবিধানের মধ্যে ৯৬ অনুচ্ছেদ পুন:স্থাপন করার পরে আবার কি করে একটা মার্শাল ল’ গভর্নমেন্ট সরিয়ে দেয়ার পরে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল আনার পরে এটাকে আবার সংসদ পুন:স্থাপন করার পরে এটা কিভাবে সাংঘর্ষিক হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি অপেক্ষা করবো পূর্ণাঙ্গ রায়ের জন্য। এরপর আমরা সিদ্ধান্ত নিবো আমরা কী করবো।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে গণতান্ত্রিক দেশ ও উন্নত দেশ যেগুলো আছে সেগুলোতে আমরা ৯৬ অনুচ্ছেদে যে কথাগুলো বলেছিলাম একজন মাননীয় বিচারপতিকে রিমুভ করার জন্য ঠিক সেই গুলিই আছে। সেই জন্যই ১৯৭২ সালে এটাকে সংবিধানের মধ্যে রাখা হয়েছিল এবং পাশাপাশি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের যে কথা বলা হয়েছে সেটা ১৯৬২ সালে আইয়ুব খান সরকার যে সংবিধান দিয়েছিলেন সেটার মধ্যে রাখা হয়েছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করবো। কোনো সমস্যা হবে না। কারণ আগেও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল ছিল। ২০১৪ সালে এটি বাতিল করে সংসদের হাতে নেয়া হয়। এটি আবার আগের জায়গায় ফিরছে। তবে সব সিদ্ধান্তই হবে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ