Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
গত কয়েকদিনে চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে।
রবিবার রাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গুয়াংশি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর বন্যায় ৭ জনের মৃত্যু হয় এবং ৩ জন নিখোঁজ হয়। অঞ্চলটির ২৩ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
প্রতিবেশী হুনান প্রদেশে বন্যাজনিত কারণে ৮ জনের মৃত্যু হয়েছে এবং স্থানীয় ৩ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
আসছে দিনগুলোতে আরও বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন।
প্রতি বছর বর্ষাকালে বন্যায় চীনে বহু লোকের প্রাণহানি হয়।