নওগাঁ প্রতিনিধি.

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে রইচ উদ্দিন শাহ্ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসপাড়া রোডের শ্রীধরগুড়নই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত রইচ উদ্দিন উপজেলার সদুপুর গ্রামের মো. ফয়েজ উদ্দিন শাহ্ ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রইচ উদ্দিন গতকাল সকালে ভটভটি যোগে উপজেলার সমাসপাড়া হাটে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীধরগুড়নই নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এ সময় রইচ উদ্দিন ভটভটির নিচে চাপা পড়ে। সাথে সাথে এলাকাবাসি তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

