Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
গাইবান্ধা প্রতিনিধি.
উজান থেকে নেমে আসা ঢল এবং গত তিনদিনের ভারী বর্ষণে গাইবান্ধায় সবগুলো নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র যমুনা, তিস্তা, করতোয়া, ঘাঘট, বাঙালীসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিচু অঞ্চলগুলো ডুবে গেছে।
বিশেষ করে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে। ফলে বিভিন্ন এলাকায় পাট, আউশ ধান ও শাক-সবজিসহ উঠতি ফসল তলিয়ে গেছে। কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ.কা.মো. রুহুল আমিন জানান, পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের উঠতি ফসলের কিছু জমি তলিয়ে গেলেও পানি নেমে গেলে তেমন কোন ক্ষতি হবে না। তবে পানি দীর্ঘ স্থায়ী হলে ক্ষতির আশংকা থেকে যাবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, গত কয়েকদিন ধরে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। ভারতের গজলডোবা সুইস গেট খুলে দেয়ার ফলেই এই পানি বৃদ্ধির অন্যতম কারণ বলে তিনি মন্তব্য করেন।